কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় অসহায় পরিবারের পাশে ছমির-হালিমা ট্রাস্ট

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৯ মে ২০২৩, সোমবার, ৭:০২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ছমির-হালিমা ট্রাস্ট। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. আমিন মিয়া কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। আমিন মিয়া আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নজরে এলে ছমির-হালিমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আতাউল্লাহ সিদ্দিক গত শনিবার (২৭ মে) দুপুরে আমিন মিয়ার বাড়িতে যান।

এসময় তিনি নিহত আমিন মিয়ার স্ত্রী ও তিন কন্যা সন্তানকে সান্ত্বনা দেন। পাশাপাশি নগদ পাঁচ হাজার টাকা উপহার দেন। এছাড়া তাদেরকে একটি বসতঘর নির্মাণ করে দিবেন বলে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে ছমির-হালিমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা  বিশিষ্ট সমাজসেবক ও জেলা শ্রমিকলীগের উপদেষ্টা মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, ‘সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করছে ছমির-হালিমা ট্রাস্ট।

আমিন মিয়া আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। সড়ক দুর্ঘটনায় তিনি মারা যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েন।

খবর জানার পর তার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের খোঁজখবর নিয়েছি। তাদের থাকার ঘরটি জরাজীর্ণ। এজন্য তাদেরকে একটি বসতঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

এতে অসহায় পরিবারটির কিছুটা হলেও উপকার হবে।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর