কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৩ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মো. মহিউদ্দিন (২২) ও মো. বাছির (৩২) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ জুন) গভীর রাতে ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকা থেকে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মহিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা এলাকার মো. কাউসার মিয়ার ছেলে এবং মো. বাছির একই এলাকার মো. মালিক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, মো. মহিউদ্দিন ও মো. বাছির উভয়েই মাদক ব্যবসায়ী।

তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বুধবার (৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ভৈরবের লক্ষীপুর এলাকার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মো. মহিউদ্দিন ও মো. বাছিরকে আটক করা হয়।

এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর