কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে হতদরিদ্রদের মাঝে বস্ত্র ও গাছের চারা বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৪ জুলাই ২০২৩, শুক্রবার, ৪:৫১ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৩ জন হতদরিদ্র নারীর মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি বিতরণ করেছে মানবিক ভোরের আলো উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন। এছাড়া বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেককে একটি করে ফলদ গাছের চারা দেওয়া হয়।

শুক্রবার (১৪ জুলাই) সকালে করিমগঞ্জ পৌরসভার পূর্ব নোয়াকান্দি এলাকায় সংগঠনের কার্যালয়ে এসব শাড়ি ও গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার কিরাটন ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সংগঠনের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ বাজারের ব্যবসায়ী জুটন দাস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের নির্বাহী পরিচালক অপূর্ব রায় এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর