কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাঁচশ’ শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান-মেম্বাররা

 স্টাফ রিপোর্টার | ১৭ জানুয়ারি ২০২৪, বুধবার, ৫:৩৩ | অষ্টগ্রাম 


তীব্র শীতে জবুথবু অসহায় পাঁচশ’ জন মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ। তাদের নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষদের শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়েছে। তীব্র শীতের মধ্যে কম্বল উপহার পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসব শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাসেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও দিলশাদ জাহান অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. কাসেদ মিয়া বলেন, আজকে আমি ও আমাদের পরিষদের সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে ৫০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছি। সরকারকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

আবহাওয়া পরিস্থিতি এমন থাকলে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যহত থাকবে।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান বলেন, সারাদেশের মতো কিশোরগঞ্জের হাওরে বর্তমানে তীব্র শীত বিরাজ করছে। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ তাদের অর্থায়নে ইউনিয়নের পাঁচশ’ মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছেন। এমন মানবিক কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর