কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কাওনা সেতুর কাজ শেষ করার দাবিতে মানববন্ধন

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২২ জানুয়ারি ২০২৪, সোমবার, ৮:১৬ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নরসুন্দা নদীর উপর নির্মাণাধীন কাওনা সেতুর কাজ চার বছরেও শেষ না হওয়ায় জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জনদুর্ভোগ নিরসন কমিটির ব্যানারে সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সেতুর পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন জনদুর্ভোগ নিরসন কমিটির আহ্বায়ক আলাল মিয়া, সদস্য সচিব মো. খাইরুল ইসলাম ফকির, সদস্য এবায়দুল ইসলাম, গোলাপ মিয়া প্রমুখ।

এ ব্যাপারে হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালীব মুরশীদ জানান, এ পর্যন্ত সেতুর ৮৫ ভাগ কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। এ নিয়ে ঠিকাদারকে কাজ বাতিল করার জন্য বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল জানান, আগামী সাত দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করেন, তাহলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ বাতিল করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর