কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হ্যানিম্যানের জন্মবার্ষিকীতে মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা সংবর্ধিত

 স্টাফ রিপোর্টার | ২৫ মে ২০২৪, শনিবার, ৮:৫১ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জে হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। হোমিও চিকিৎসকদের সংগঠন কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর উদ্যোগে শনিবার (২৫ মে) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এতে আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার ছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মাছুমা আক্তারকে টানা দ্বিতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।

কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ সভাপতি ডা. মোহাম্মদ ইমরান হাসান রকি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

অনুষ্ঠানে হোমিওপ্যাথিক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আসাদউল্লাহ বিশেষ অতিথি ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মাছুমা আক্তার সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. সালাহ্ উদ্দীনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে প্রগতি হোমিও ল্যাবরেটরিজের মেডিকেল প্রমোশন অফিসার ডা. আব্দুস সবুর খান, ডীপলেড ল্যাবরেটরিজের সিনিয়র এক্সিকিউটিভ ডা. মো. রুহুল আমিন, নিউলাইফ এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেডের সেলস্ ম্যানেজার আশরাফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে আলহাজ¦ আব্দুল কদ্দুছ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. সৈয়দ আলী আশরাফ, প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ডা. শফিক সিরাজী, কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর সহ-সভাপতি ডা. মোকাররম হোসেন পামেল ও ডা. রাজন কর, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম, অর্থ সম্পাদক ডা. দিদারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ডা. নাসরিন আরা বেগম, দপ্তর সম্পাদক ডা. সুব্রত পাল প্রমুখসহ জেলার বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর