কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২০

 হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি | ২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৪:২৮ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে জরিনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের উপজেলার মরুরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জরিনা খাতুন পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

পুলিশ ও যাত্রীদের সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৭-৬৯৫১) ২০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৫৬৫) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীরা হতাহত হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই জরিনা খাতুনের মৃত্যু হয়। এছাড়া নিহত জরিনা খাতুনের স্বামী আব্দুস সাত্তার ও কন্যা সীমা আক্তারসহ আরো অন্তত ২০জন পিকআপ যাত্রী আহত হন। তাদর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর