কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে দুর্নীতি ও মাদকবিরোধী প্রীতি ফুটবল

 স্টাফ রিপোর্টার | ২৩ জুন ২০১৮, শনিবার, ১২:৩৩ | খেলাধুলা 


“দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে দুর্নীতি ও মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুন) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে প্রতিধ্বনি থিয়েটার ও ইয়েস গ্রুপ (টিআইবি) এই দুইটি সংগঠনের খেলোয়াড়েরা অংশ নেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এই ফুটবল ম্যাচের প্রথমার্ধে দু’দলের কেউ গোলের দেখা পায়নি। গোল শূণ্য সমতা নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ইয়েস গ্রুপ এক গোল দিয়ে এগিয়ে যায়।

প্রতিধ্বনি থিয়েটারের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টায় থেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে গোল করে খেলায় সমতা আনে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচ শেষে উপস্থিত বক্তারা দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এছাড়া প্রধান অতিথি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ উপস্থিত সকল খেলোয়াড়-দর্শকদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। ভবিষ্যতে এরকম আরো সুন্দর আয়োজন অব্যাহত থাকবে বলেও প্রধান অতিথি ঘোষণা দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর