কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে জাতীয় শোক দিবস পালিত

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৮:৩৮ | কটিয়াদী 


কটিয়াদীতে যথাযথ শ্রদ্ধা আর ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক শোকর‌্যালি, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন, রচনা, হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইসরাত জাহান কেয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন। স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে স্কুল, কলেজ, মাদরাসায় পৃথক কর্মসূচি পালন ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর