কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আলেম উলামাদের সাথে এমপি’র মতবিনিময়

 স্টাফ রিপোর্টার | ১৬ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৩:০৪ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন আলেম উলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৫সেপ্টেম্বর) বাদ আসর পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া খানকায়ে মুহিব্বিয়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি বলেন, পাকুন্দিয়ার মাটিতে ঘুমিয়ে আছেন মাওলানা আবদুল হালিম হুছাইনী (র.) এর মত অনেক বড় মাপের আল্লাহওয়ালা। এছাড়াও এ মাটিতে জন্মগ্রহণ করেছেন বহু আলেম উলামা। সামাজিক সম্প্রীতি রক্ষায় এখানকার আলেম উলামাদের ভূমিকা প্রশংসনীয়। এ কারণে আমি গর্ববোধ করি।

এমপি যোগ করেন, তবে অনেক জায়গায় আন্তরিকতার পরিবর্তে কিছু অসৎরূপী মানুষ ব্যক্তি স্বার্থ হাসিলে মতবিরোধ উস্কে দেয়। আমার পাকুন্দিয়ার আলেম সমাজ সাম্প্রদায়িক বিষয়ে যেন কোনো পত্রিকার শিরোনাম না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আলেমরা সমাজের সম্মানি লোক। তাদের কথায় সমাজে প্রচণ্ড প্রভাব পড়ে। তাই সুন্দর পাকুন্দিয়া গড়ার জন্য মানুষকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে আলেম উলামাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম, আলেম উলামাগণ অংশ নেন।

এসময় পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, খানকায়ে মুহিব্বিয়ার প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ আলী, কাকরাইলের মুরব্বিসহ স্থানীয় আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর