কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. হাবিবুর রহমান। শনিবার (২৭ জানুয়ারি) নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমানকে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় উপাধ্যক্ষ প্রফেসর ড. আবুল বাসার মোহাম্মদ শফিউল্লাহ সহ অন্যান্যরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। কলেজে নতুন অধ্যক্ষের যোগদানকে উপলক্ষ করে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত হয়। নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান বলেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজটিকে একটি মডেল কলেজে রূপ দিতে সকলের ঐক্যবদ্ধ কাজ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। আগামী দিনগুলো সবার সাথে সহমর্মিতা ও সহযোগিতামূলকভাবে কাটবে বলে আশা করি।