কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে কৃষক সমিতির বিক্ষোভ স্মারকলিপি

 রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১১:৫৩ | কটিয়াদী 


কটিয়াদীতে ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের অনিয়ম হয়রানি ও দুর্নীতি বন্ধ এবং ফসলের লাভজনক দাম নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এই কর্মসূচি পালন করা হয়।

কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা কৃষক সমিতির সভাপতি মস্তোফা কামাল নান্দু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, অধ্যাপক মো. ফরিদ আহাম্মদ, মো. হাসান ইমাম রঞ্জু, সেলিম উদ্দিন খান, আরিফুল হক এরশাদ, শেখ জমশেদ, আব্দুল কাদির, আসাদুজ্জামান, আব্দুল লতিফ, আব্দুছ ছাত্তার, ছিদ্দিকুর রহমান, আবু হানিফা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর