কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরের নতুন ইউএনও মো. যুবায়ের

 স্টাফ রিপোর্টার | ৩০ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৬:২০ | প্রশাসন 


বাজিতপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করেছেন ২৮ ব্যাচের কর্মকর্তা মো. যুবায়ের। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে গত ১৩ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বাজিতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।

অন্যদিকে বাজিতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহাম্মেদ কে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

মো. যুবায়ের এর আগে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সিংগাইর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন।

উদ্যমী এই কর্মকর্তা বিভিন্ন উদ্ভাবনী সেবা চালুর মাধ্যমে সহজে ও স্বল্প সময়ে জনগণের বিভিন্ন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ তে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন।

২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে নিয়োগ পাওয়া মো. যুবায়ের এর নিজ জেলা ভোলা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর