কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

 স্টাফ রিপোর্টার | ১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৮:৩৮ | পাকুন্দিয়া  


ইলিশ রক্ষা অভিযান উপলক্ষ্যে পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার পুলেরঘাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য অফিসার মো. জিয়াউল হক জুয়েল, পাকুন্দিয়া থানার এসআই মো. আলমগীর হোসেন মোল্লা প্রমুখ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর