কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারের নির্বাচন অনুষ্ঠিত, সম্পাদক অ্যাডভোকেট রাসেল

 স্টাফ রিপোর্টার | ১ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ১:৩২ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারের ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল (দোয়াত কলম) ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ আহমেদ (বই) পেয়েছেন ৩৬২ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি দুইটি পদের বিপরীতে মোঃ আতাউর রহমান মিল্টন (চেয়ার) ৩৭০ ভোট পেয়ে এবং মোঃ হারুন অর রশীদ (টিউবওয়েল) ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে আবুল কালাম (দেয়াল ঘড়ি) ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুন্নেছা তৃষ্ণা (মই) পেয়েছেন ৩৫৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিক মামুন উজ্জ্বল (হরিণ) ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান (ফুটবল) পেয়েছেন ২৯০ ভোট।

কার্যকরী কমিটির ছয়জন সদস্য ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, আব্দুল কাদির হিরু, আব্দুল মতিন বাবলু, কাউছার আহমেদ মামুন, নোবেল ভূ্ইঁয়া, আলামীন মোড়ল ও রকি খান।

সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা অফিসার্স ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমিন। তিন বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে পদাধিকার বলে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর