kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

সুমিত-সুবর্ণা দম্পতির পুত্র সন্তান লাভ


 স্টাফ রিপোর্টার | ১১ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৮:৩৮ | স্পন্দন 


কটিয়াদী পূর্বপাড়ার বাসিন্দা সুমিত বণিক একজন উন্নয়নকর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি’তে ফিল্ড রিসার্চ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

তার স্ত্রী রাজু রাণী বণিক সুবর্ণা একজন গৃহিণী।

রোববার তাদের ঘর আলো করে পৃথিবীতে এসেছে এক নতুন অতিথি। তারা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন।

রোববার দুপুর আড়াইটায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাজু রাণী বণিক সুবর্ণা।

বর্তমানে মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছে। নবজাতক পুত্র সন্তানের জন্য সবার শুভাশীষ চেয়েছেন সুমিত বণিক।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ