কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন কিশোরগঞ্জ বন্ধুসভার

 মোস্তাফিজ মারুফ, সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা | ২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১২:১১ | সংগঠন সংবাদ 


জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথম আলো কিশোরগঞ্জ বন্ধুসভা মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (২৫শে মার্চ) সন্ধ্যা ৭টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা আক্তারের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবুল বাশার সৌরভ, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান আজিজুল হক, সাংস্কৃতিক সংগঠক এনায়েত করিম অমি এবং সুমন মোল্লা।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের বুকে লালন করতে হবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের উৎসাহিত করতে হবে।

এ ধরনের আয়োজন করার জন্য তিনি কিশোরগঞ্জ বন্ধুসভাকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ তার বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

কর্মসূচিতে কিশোরগঞ্জ বন্ধুসভার সহ-সভাপতি রিফাত ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ মারুফ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্যরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর