কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৭ এপ্রিল ২০১৯, শনিবার, ৮:২১ | কটিয়াদী 


কটিয়াদীতে মুরগীর খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রের কোনা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহ আলম কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রের কোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহ আলম নিজেদের মুরগীর খামারে কাজ করছিল। বিদ্যুতের তার লিক হয়ে ঘরের চালা বিদ্যুতায়িত হয় যাওয়ায় টিনের চালায় স্পর্শ করতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আচমিতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু বলেন, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই পুলিশের নিকট থেকে মরদেহ গ্রহণ করে।

কটিয়াদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর