কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ৩০ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৭:৩৮ | পাকুন্দিয়া  


কোমলমতি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে পাকুন্দিয়ায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও হোসেন্দী উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান।

এ উপলক্ষে পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াছমিন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, উপজেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম.এ রশিদ ভূইয়া, সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীন, সহকারী শিক্ষক আফরোজা বেগম এবং নবম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা ও তাইয়্যেবা রহমান বক্তব্য দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর