কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাড়াইলের ইসলাহী ইজতেমা

 আমিনুল ইসলাম বাবুল | ১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ২:৪২ | ইসলাম 


তাড়াইলের বেলংকা-ইছাপশর দারুল মা’আরিফ আল-মাদানিয়া মাদরাসা ময়দানে চার দিনব্যাপী ইসলাহী ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন উপমহাদেশের বিশিষ্ট আলেম বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাস্উদ।

মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মনে আল্লাহ তায়ালার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং মানুষের নৈতিক উন্নয়নের দাওয়াত নিয়ে আওলাদে রাসূল হযরত আসাদ মাদানি (রহ.) এর খলিফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে চার দিনব্যাপী এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দরূদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

গত বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই ইজতেমায় দেশের প্রখ্যাত আলেমসহ ভারত ও যুক্তরাজ্যের আলেমগণ বয়ান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর