কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় টমটম উল্টে গরু ব্যবসায়ী নিহত

 স্টাফ রিপোর্টার | ২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১২:১৭ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় গরু বোঝাই টমটম উল্টে গিয়ে ছমির উদ্দিন (৫২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছমির উদ্দিন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৃত মাওলানা আবদুল হেকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ছমির উদ্দিন কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে চারটি গরু নিয়ে বুধবার (১৯ জুন) সন্ধ্যার পর টমটমযোগে তাঁর নিজ এলাকা কাপাসিয়ায় ফিরছিলেন।

রাত ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা সংলগ্ন এলাকায় পৌঁছলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ছমির উদ্দিন পাকা রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ছমির উদ্দিনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মু. শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর