কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে সেলাই ও আয়রণ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

 সোহেল সাশ্রু, ভৈরব | ৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৫:৩৮ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে এডভান্স লেভেলে সেলাই ও আয়রণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান কর্মসূচী-২০১৯ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাইকা’র অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের ইউজিডিপি ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাইদা খানম মুক্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার জামাল নাসের খান ও জাইকা প্রতিনিধি রোজি পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, ট্রেইনার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক রুবিনা আরিফ, যুব উন্নয়ন ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষক মো. সোহাগ, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মো. নজরুল ইসলাম ও ক্যাসিয়ার আমির হোসেনসহ ৪০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের অফিসের নাজির মো. রাফিউল হক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর