কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উন্নয়ন মেলার স্টলে সেবা দিচ্ছে পাকুন্দিয়া থানা পুলিশ

 স্টাফ রিপোর্টার | ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪২ | পাকুন্দিয়া  


সারা দেশের মতো পাকুন্দিয়া উপজেলাতেও তিন দিনের উন্নয়ন মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এই উন্নয়ন মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মোট ৪০টি স্টল দিয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও দফতরের মতো মেলায় স্টল দিয়েছে পাকুন্দিয়া থানা।

পাকুন্দিয়া থানা পুলিশের স্টলে জনগণের জন্য পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে।

মেলার স্টলে জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নিতন দমন, অস্ত্র উদ্ধার, জমি সংক্রান্ত বিরোধ, অপহরণ ও মানব পাচার প্রতিরোধ, জালিয়াতি রোধ ও জুয়া প্রতিরোধসহ জনগণের যেকোন সমস্যায় আইনগত সেবা প্রদানের বিষয়ে জনসাধারণকে উদ্ধুদ্ধ ও অবহিত করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।

তিনি জানান, মেলায় আগত দর্শনার্থীদের সহজে আইনগত সেবা পেতে পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) ও ডিউটি অফিসারের নম্বর ছাড়াও নতুন চালু হওয়া সেবা নম্বর ৯৯৯ এ ডায়াল করার পরামর্শ দেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর