ফয়সাল একজন মেধাবী ছাত্র। পড়াশোনা শেষ করে একটার পর একটা চাকরীর পরীক্ষা দিয়েও হচ্ছে না চাকরী। চাকরী যেন সোনার হরিণ।
ব্যর্থতায় হতাশ হলে ফয়সাল এক দালালের খপ্পরে পড়ে। টাকার বিনিময়ে চাকরী দেওয়ার কথা বলে দালাল তার কাছ থেকে হাতিয়ে নেয় পাঁচ লাখ টাকা।
এক পর্যায়ে ফয়সাল দালাল থেকে প্রতারিত হলে বেঁছে নেয় আত্মহত্যার পথ। এমনই এক কাহিনী নিয়ে তৈরি হয়েছে নাটক ‘সোনার হরিণ’। নাটকটি ১ম বারের মতো মঞ্চস্থ করা হয়েছে।
জলছবি মাইম থিয়েটারের পরিবেশনায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন মাঠে এ নাটক মঞ্চস্থ হয়।
নাটক চলাকালীন দর্শক কখনো হেসেছেন আবার কখনো আবেগপ্রবণ হয়ে মুগ্ধতায় ভেসেছেন, যা ছিলো চোখে পড়ার মতো।
নাটকটি রচনা ও পরিচালনা করেন জলছবি মাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা রিফাত ইসলাম।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিফাত ইসলাম, হান্নান, রাসেল ইসলাম, সোহাগ, মো. রবিন, শিশির আহমেদ, রানা আহমেদ ও শাহিন আহমেদ।