কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ব্যবসায়ীদের দখলে শহীদ মিনারের জায়গা

 সোহেল সাশ্রু | ২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৪১ | ভৈরব 


বায়ান্ন’র ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের সম্মান জানাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকী। কিন্তু এখনো দখলমুক্ত হয়নি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের শহীদ মিনারটি।

শহীদ মিনারের জায়গা দখল করে রেখেছে এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী।

সরেজমিনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ মিনার সংলগ্ন স্থানে গিয়ে দেখা যায়, অযত্ন অবহেলায় পরে থাকা দীর্ঘ দিনের ভাঙ্গা শহীদ মিনারটিকে ঘিরে শহিদুল্লাহ, আঙ্গুর, সেলু মিয়া ও জামাল মিয়া নামে কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে শহীদ মিনারের জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

অবৈধ দখলকারী ব্যবসায়ী শহিদুল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতির অনুমতিক্রমে শহীদ মিনারের জায়গায় দোকান তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছি। অন্যান্য ব্যবসায়ীরাও সভাপতির এলাকার।

এ ব্যাপারে বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. আবু তাহেরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শহীদ মিনারের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর