কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জেএসসিতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে মিতা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৩:৪৬ | পাকুন্দিয়া  


সদ্য ঘোষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে টেলেন্টপুল বৃত্তি লাভ করেছে ফাহিমা তাসনিম মিতা। সে পাকুন্দিয়া উপজেলার স্বনামধন্য আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তাঁর বাবা মো. মোশারফ হোসেন পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করছেন। মা জাহেরা খাতুন একজন আদর্শ গৃহিণী।

ফাহিমা তাসনিম মিতা একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৬ সনে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাধারণ বৃত্তি লাভ করেছিল।

মেয়ের টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্তিতে সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর বাবা মো. মোশারফ হোসেন ও মা জাহেরা খাতুন।

বাবা মো. মোশারফ হোসেন বলেন, আমার মেয়ে পড়াশোনা করে বড় হয়ে যেন দেশের সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

একই সাথে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর