কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কুকুরের কামড়ে ৭ জন আহত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৮ জুলাই ২০২০, বুধবার, ৫:০০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) দিনের বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকার ওই সাতজন পাগলা কুকুড়ের কামড়ের শিকার হয়েছেন।

তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট সাতজন কুকুড়ের কামড়ে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮ বছর বয়সী শিশু থেকে ৫৬ বছর বয়সী পর্যন্ত নারী রয়েছেন।

আক্রান্তরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের এরফান (৮), রাবেয়া খাতুন (৩২), চরপাকুন্দিয়া গ্রামের মমতাজ বেগম (৫৬), ঝাউগারচর গ্রামের হাবিবুর রহমান (৪৫), সুমন মিয়া (৩০), রিফাত (১৫) ও হিজলিয়া গ্রামের আল আমিন (২৮)।

তাদের সবাই প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা ও জনতা ব্যাংক লিমিটেডের উপজেলা শাখার ম্যানেজার আশরাফুল মোনায়েম বলেন, মঙ্গলবার (৭ জুলাই) পাগলা কুকুরের কামড়ে চরপাকুন্দিয়া, চরটেকীসহ কয়েকটি গ্রামের বেশ কয়েকজন আক্রান্ত হন।

তাঁদের মধ্যে তার শাশুড়িও রয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

আক্রমণের সময় আতঙ্কিত লোকজন একটি পাগলা কুকুরকে পিটিয়ে মেরেছেন বলেও জানা গেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর