কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় এমপি গোলাপ মিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

 রাজন সরকার, পাকুন্দিয়া | ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ১১:২৯ | পাকুন্দিয়া  


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর নির্বাচনী এলাকার তিনবার নির্বাচিত এমপি এ.কে.এম শামসুল হক গোলাপ মিয়া’র ২১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার তারাকান্দি বাইতুলখোলা জামে মসজিদ মাঠে মরহুমের স্মৃতি চারণ, মিলাদ ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টারের সভাপতিত্বে সাবেক সাংসদ একেএম শামসুল হক গোলাপ মিয়ার স্মৃতি চারণ করে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন অর রশিদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকা উদ্দিন আহমেদ রাজন প্রমুখ।

হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম খলিল উল্লাহ শাকিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, হোসেনপুর  ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হালিম, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হাকিম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, জাংগালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস ছাত্তার, মরহুম একেএম শামসুল হক গোলাপ মিয়ার ছেলে একেএম দিদারুল হক, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শফিকুল ইসলাম, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান মস্তোফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে তারাকান্দি বাইতুলখোলা জামে মসজিদের ইমাম হাজী  আলফাজ ক্বারী মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর