কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় তিন আইপিএল জুয়াড়ির জরিমানা

 মো. তরিকুল হাসান, পাকুন্দিয়া | ১১ নভেম্বর ২০২০, বুধবার, ১১:৫২ | পাকুন্দিয়া  


আইপিএল ক্রিকেট আসরকে ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুয়া খেলায় জুনায়েদ, রাজন ও হাফিজুল নামের তিন যুবককে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান আইপিএল জুয়ার এক আড্ডায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে এই জরিমানা করেন।

আটক তিন আইপিএল জুয়াড়ি জুনায়েদ, রাজন ও হাফিজুল পৌরসদরের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৌরসদরের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানে আইপিএল খেলা নিয়ে জুয়ার আসর চলছে এমন সংবাদ পেয়ে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

এ সময় ওই চায়ের দোকান থেকে তিন আইপিএল জুয়াড়ি জুনায়েদ, রাজন ও হাফিজুলকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর