কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:২৬ | পাকুন্দিয়া  


করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও সর্বসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় থানা গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কার্যক্রমের আয়োজন করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পুলিশ সুপার এর নির্দেশক্রমে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান এ ক্যাম্পেইন এর আয়োজন করেন।

ক্যাম্পেইনে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।

তিনি বলেন, করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। বাংলাদেশ পুলিশ করোনা মহামারির শুরু থেকে সম্মুখে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা ইতোমধ্যে দেশবাসী অবগত হয়েছেন।

করোনা মহামারিতে সাধারণ মানুষের পাশে থেকে তাদের ভরসাস্থলে পরিণত হয়েছে পুলিশ। এখন শীতকাল। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

এসময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুখে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে।

মাস্ক ছাড়া যেন কেউ বাইরে না বের হন সেজন্য উপস্থিত লোকজনসহ পথচারীদের তিনি অনুরোধ করেন।

এসময় পথচারীদের মাঝে বিনামূল্যে কয়েকশ’ মাস্ক ব্যবহার করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান সাধারণ লোকজনের মুখে মাস্ক লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর