কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বোরো উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৪৩ | কৃষি 


কিশোরগঞ্জে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। জেলার বিভিন্ন হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে। এবারের বাম্পার ফলনে বোরো উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ ধারণা করছে। এবছর লক্ষ্যমাত্রার তুলনায় জমি আবাদ বেশি হওয়ার পাশাপাশি হেক্টর প্রতি ফলনও অন্যান্য বছরের তুলনায় বেশি।

বাম্পার এই ফলনের ফলে গত বছরের আগাম বন্যার ধকল কৃষক কিছুটা হলেও কাটিয়ে ওঠতে পারবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা বিধানেও খাদ্য উদ্বৃত্ত জেলা কিশোরগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় হাইব্রিড, উফশী এবং স্থানীয় জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ২৮২ হেক্টর জমি। শেষ পর্যন্ত আবাদ হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৫৫ হেক্টর জমি। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫৭৩ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার প্রতিটি উপজেলাতেই বোরোর বাম্পার ফলন হয়েছে। ফলে এবার প্রায় পৌনে ৭ লাখ মেট্রিকটন চাল উৎপাদন হতে পারে আশা করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, এবারের উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন।

বাম্পার ফলনের পেছনে সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচি সবচেয়ে বড় অবদান রেখেছে জানিয়ে উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, গত মৌসুমে আগাম বন্যার কবলে ক্ষতিগ্রস্ত এ জেলার কৃষকের মুখে এবারের বাম্পার ফলন হাসি ফিরিয়ে এনেছে। আর এক্ষেত্রে সরকারের সময়োপযোগি পদক্ষেপের বিশাল ভূমিকা রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর