কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার' উদ্বোধন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৭ মার্চ ২০২১, রবিবার, ৩:৩২ | পাকুন্দিয়া  


তরুণ ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার (৭ মার্চ) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ইউএনও বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে। তরুণ প্রজন্ম যাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার চালু করা হয়েছে। এতে বেশ সংখ্যক পুস্তক রয়েছে। সেসব পড়ে আগামি প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।'

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. নাহিদ হাসানের সভাপতিত্বে ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর