kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কটিয়াদীতে জাতীয় পুষ্টি সপ্তাহের র‌্যালি কটিয়াদী প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৬:৪৮ | কটিয়াদী 


"খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন"- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কটিয়াদীতে সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

র‌্যালি ও সভায় উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) উপস্থিত ছিলেন। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নানা আয়োজনে পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ