কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গ্রামীণ খেলা ও মেলায় উপচেপড়া ভীড়

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৭ মার্চ ২০২১, বুধবার, ৮:৪৮ | পাকুন্দিয়া  


বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামীণ খেলা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকালে উপজেলার ৫০নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গ্রামীণ খেলার আয়োজন করে আবদুর রহমান বীরমুক্তিযোদ্ধা স্মৃতি সংঘ।

সংগঠনটির সভাপতি মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৌদিআরব প্রবাসী মো. আলমগীর কবির।

এতে মোরগ লড়াই, চোখ বেধে হাঁস ধরা, পাতিল ভাঙা, তৈলাক্ত কলা গাছে উঠা, ধীর গতির মোটর সাইকেল ও সাইকেল চালানোসহ ৯টি গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।

হাজারো নারী-পুরুষ দর্শক হিসেবে উপস্থিত থেকে এসব খেলা উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর