কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২১ মার্চ ২০২১, রবিবার, ১১:৫৬ | পাকুন্দিয়া  


কোভিড-১৯ মহামারি মোকাবেলায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে কয়েকশ’ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এসব মাস্ক বিতরণ করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান নিজে উপস্থিত থেকে পথচারী ও জনসাধারণের মুখে মাস্ক পরিয়ে দেন।

এসময় পাকুন্দিয়া থানায় নব যোগদানকৃত পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি সারোয়ার জাহান বলেন, সম্প্রতি কোভিড-১৯ ব্যাপক হারে বেড়েছে। কোভিড-১৯ প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্যই মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মাস্ক ব্যবহারে সাধারণ লোকজনকে উদ্বুদ্ধ করতেই পুলিশের এই উদ্যোগ।

এসময় ওসি আরও বলেন, করোনা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি তিনি অনুরোধ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর