কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যাবর্তন

 স্টাফ রিপোর্টার | ২১ মার্চ ২০২১, রবিবার, ১১:২১ | কটিয়াদী 


'গানে ছন্দে মেতে উঠি প্রত্যাবর্তনের আনন্দে' স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের আয়োজনে 'প্রত্যাবর্তন-২০২১' অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই 'প্রত্যাবর্তন-২০২১' অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এতে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, কটিয়াদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট রাজনীতিক আবদুর রহমান রুমী, কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, কটিয়াদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি দুলাল বর্মন, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু, নজরুল ইন্টারন্যাশনাল সার্ভিসের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম প্রমুখ।

প্রাক্তন শিক্ষার্থী-রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা ও মূখ্য সমন্বয়ক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ।

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে 'প্রত্যাবর্তন-২০২১' শেষ হয়।

প্রাক্তন শিক্ষার্থী ও সংগঠনের সমন্বয় সংসদের সদস্য মাহফুজুর রহমান সানির সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন বাতিঘর ব্যান্ডের শিল্পীরা।

এছাড়া বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গান, নাচ, অভিনয় ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর