কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৬:১৫ | পাকুন্দিয়া  


করোনাভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী বিনামূল্যে এই মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রান্তিক পর্যায়ের মানুষের সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠ পর্যায়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।

এর প্রেক্ষিতে পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনব্যাপী সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।

পাশাপাশি পাবলিক পরিবহন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক লিফলেট ও লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে।

থানা পুলিশের পক্ষ থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

ওসি সারোয়ার জাহান আরও বলেন, প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। মারা যাওয়ার সংখ্যাও রেকর্ড ভাঙছে।

কাজেই আমাদের সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই একমাত্র প্রাণঘাতী এই মহামারি থেকে বাঁচাতে পারে। তাই আসুন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর