কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার চার অসহায় পেলেন রাষ্ট্রপতির অনুদান

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১২:০৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চার অসহায় ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির আর্থিক অনুদান পেয়েছেন। সোমবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা অনুদানের চেক গ্রহণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।

মহামান্য রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল হতে ওই চার অসহায় ব্যক্তিকে অনুদান হিসেবে আর্থিক সহায়তা করা হয়েছে।

যারা অনুদান পেয়েছেন তারা হলেন, উপজেলার আহুতিয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জোসনা বেগম, রুপসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মেহেরা, চরফরাদী গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও আশুতিয়া গ্রামের সবুজ।

তাদের মধ্যে জোসনা বেগমকে ৫০ হাজার টাকা এবং মেহেরা, ফরিদা ইয়াসমিন ও সবুজ প্রত্যেককে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

করোনা মহামারির এমন দুঃসময়ে মহামান্য রাষ্ট্রপতির আর্থিক সহায়তা পাওয়ায় আনন্দ বিরাজ করছে অসহায় ওই চার পরিবারে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল হতে ওই চার ব্যক্তিকে অনুদান প্রদান করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর