কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১৫৪০ জন পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৬:৫৭ | পাকুন্দিয়া  


করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সকালে দুস্থ ও হতদরিদ্র এক হাজার ৫৪০ জন নারী-পুরুষের হাতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের হাতে এসব সহায়তা তুলে দেন।

এ উপলক্ষে পৌরমেয়র মো. আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসচিব সৈয়দ শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এসএম সাইফুল আলম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর মো.আসাদ মিয়া প্রমুখ।

এসময় পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পৌর এলকার দুস্থ ও অসহায় এক হাজার ৫৪০ জনের প্রত্যেককে ৪৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর