কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


খালিয়াজুরীতে বজ্রাঘাতে নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

 নেত্রকোনা সংবাদদাতা | ৮ মে ২০২১, শনিবার, ১১:০০ | নেত্রকোনা 


নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে বজ্রপাতের আঘাতে নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর সুলতান আলী (২৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ মে) বেলা ১২টার দিকে খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর ফেরীঘাট এলাকার সুরমা নদী থেকে জেলেদের জাল দিয়ে নিখোঁজ সুলতানের লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৭ মে) সন্ধ্যায় বজ্রপাতে নৌকা থেকে নদীতে পড়ে তিনি ওই স্থানেই নিখোঁজ হয়েছিলেন।

নিহত সুলতান আলী কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের রমজান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফল বিক্রেতা।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সুলতান মিয়া শুক্রবার (৭ মে) কিশোরগঞ্জ এলাকার বিভিন্ন গ্রাম থেকে কাঁঠাল কিনে তা বিক্রির উদ্দেশ্যে ট্রলারযোগে খালিয়াজুরী নিয়ে যাচ্ছিলেন।

সন্ধ্যার সময় ট্রলারটি জাহেরপুর ফেরীঘাট এলাকায় পৌঁছলে ট্রলারের ছাদে থাকা সুলতান মিয়া বজ্রপাতের শিকার হয়ে ছিটকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

শনিবার (৮ মে) সকাল থেকে স্থানীয় জেলেদের জাল দিয়ে অনেক চেষ্টা করার পর বেলা ১২টার দিকে নিখোঁজ সুলতানের লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম জানান, সুলতান আলীর লাশ বাড়িতে নিয়ে যাওয়া ও দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর