www.kishoreganjnews.com

ছয় মাস পর সৌদি থেকে লাশ এলো শাহ পরাণের



[ স্টাফ রিপোর্টার | ৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ২:৫৯ | প্রবাস ]


সৌদি আরবে পুলিশের গুলিতে নিহত হওয়ার ছয় মাস পর কফিনবন্দী লাশ এলো ভৈরবের শাহ পরাণ (৩২) এর। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে বুধবার তার লাশ দেশে আনা হয়। দুপুরে ভৈরবের চন্ডিবের গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসার পর পরিবারের লোকজনের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ। বাদ আসর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্তানে লাশ দাফন করা হয়।

এর আগে গত ৬ জুন সকালে সৌদি আরবের আলকাতিফ এলাকায় কারফিউ চলাকালে পুলিশের গুলিতে শাহপরাণ এবং তার ফুফাতো ভাই শামীম আহমেদ নিহত এবং ভৈরবেরই মাহাবুব নামে এক প্রবাসী গুরুতর আহত হন।

সৌদি আরবের দাম্মাম থেকে প্রাইভেট কারে করে তারা আলকাতিফ শহরে যাচ্ছিলেন। আলকাতিফ শহরে সে সময় শিয়া-সুন্নিদের সংঘর্ষের জেরে কারফিউ চলছিল। কারফিউ ভঙ্গ করার কারণে পুলিশ তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করলে শাহপরাণ ও শামীম ঘটনাস্থলে মারা যান এবং মাহাবুব গুরুতর আহত হন।

নিহত শাহ পরাণ ভৈরব পৌর এলাকার চণ্ডিবের গ্রামের নূরুল ইসলামের ছেলে। শাহ পরাণ ছয় ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com