কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ব্রি ধান-৮৭ প্রদশর্নীর মাঠ দিবস

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৭:৫৭ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় শনিবার (১৪ জানুয়ারি) ব্রি ধান -৮৭ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বিকালে উপজেলার বেবুলা আদিত্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সামাদ, এগারসিন্দুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মঞ্জুরুল হক ও আঙ্গিয়াদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও দুই শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

এর আগে আদিত্যপাশা গ্রামের একটি জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ ও ট্রে তে ধানের বীজতলা কার্যক্রম প্রদর্শীত হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৯০ মিনিটে ৩৫ শতক জমিতে চারা রোপন করা যায়। এতে কৃষকদের চাষাবাদে খরচ ও সময় অনেকটাই কমে আসবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর