কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সততা সংঘের সদস্যদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয় হলরুমে জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘দমন নয়, প্রতিরোধই দূর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ বিষয়ের উপর এ বিতর্কে পক্ষ দল হিসেবে অংশ নেয় উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে অংশ নেয় চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ।
এতে বিজয়ী হয় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের দলনেতা নওশিন হক।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ রশীদ ভূইয়ার সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মোহাম্মদ সামী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল এবং আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যংকের ব্যবস্থাপক রোমান ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন।
বিতর্ক শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
দুর্নীতি দমন কমিশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মোহাম্মদ সামী জানান, আজকের দিনের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মনোজগতে নৈতিকতার ভিত রচনা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুশাসন, সুবিচার প্রতিষ্ঠায় দূর্নীতির বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে গড়ে তুলতেই আমাদের এ আয়োজন।