ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (১২ জুন) বিকালে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।