কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


৮ মাসে হিফজ সম্পন্ন করলো ৯ বছরের রুহান

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৮ আগস্ট ২০২৩, সোমবার, ৮:৪২ | পাকুন্দিয়া  


মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজর সৃষ্টি করেছেন নয় বছর বয়সী শিশু আজমল হাসান রুহান। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামে অবস্থিত দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা থেকে সে এই কৃতিত্ব অর্জন করেছে। তার এই বিরল কৃতিত্বে খুশি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল  মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম।

আজমল হাসান রুহান উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মো. আবদুর রশিদের ছেলে। তার পিতা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী।

করোনা পরবর্তী সময়ে রুহান পাকুন্দিয়া পৌরসদরের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হয়। ওই মাদ্রাসা থেকেই মাত্র আট মাসে সে হিফজ সম্পন্ন করে।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম বলেন, রুহান দারুল মা’আরিফ আল ইসলামিয়া বালক শাখার হিফজুল কুরআন বিভাগের একজন শিক্ষার্থী। আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় সে ৮মাসে তথা ২৪০দিনে হিফয সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই কেন্দ্রিক  মেধাবী ছেলেগুলো অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। রুহানও এর ব্যতিক্রম নয়, আমরা তার জন্য দোয়া করি।

সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ইসলাম, দেশ, জাতি ও মানবতার খাদেম হিসাবে কবুল করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর