কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ লিয়াকত আলী (৫৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বাহাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু।
গ্রেপ্তার হওয়া শহীদ লিয়াকত আলী উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত সমেদ মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় আদালত থেকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন শহীদ লিয়াকত আলী। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার (৩ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাহাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আদালত কর্তৃক মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি। বুধবার (৩ জানুয়ারি) সকালে গ্রেপ্তার করে তাকে দুপুরে আদালতে পাঠানো হয়।