কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেলুর রহমান (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১টা ৫০ মিনিটে নিজবাড়ি উপজেলার হোসেন্দী চরপাড়া মুন্সীবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনীজনিত রোগে ভুগছিলেন। তিনি হোসেন্দী চরপাড়া মুন্সিবাড়ী গ্রামের মৃত মোরশেদ উদ্দিনের ছেলে ও হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোজাম্মেলুর রহমান পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীরের বড় ভাই ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মুসা এর পিতা।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াইটায় হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।