কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

 স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০১৯, শনিবার, ২:০০ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম রেনু (৭০) নামে এক কৃষক মারা গেছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রাম সংলগ্ন এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত নজরুল ইসলাম রেনু উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে নজরুল ইসলাম রেনু বাড়ি সংলগ্ন জমিতে কাজ করতে যান। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে তিনি জড়িয়ে গেলে গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানিয়েছেন, ঝাউগারচর গ্রামের মেনু মিয়ার বাড়ি থেকে পাশ্ববর্তী একটি মাদরাসায় বিদ্যুতের সংযোগ নেয়া হয়। রাতে বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়েছিল। জমিতে কাজ করার সময় নজরুল ইসলাম রেনু সেই ছেঁড়া তারে জড়িয়ে গেলে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এস্এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি থানার কাউকে অবহিত করা হয়নি। এছাড়া এ ব্যাপারে কোন অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর