কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এবার ডেঙ্গু কেড়ে নিলো পাকুন্দিয়ার রাসেলের প্রাণ

 স্টাফ রিপোর্টার | ১৯ আগস্ট ২০১৯, সোমবার, ১:০৪ | পাকুন্দিয়া  


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝরে গেলো আরেকটি প্রাণ। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা গেছেন পাকুন্দিয়ার যুবক রাসেল মিয়া (৩৫)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রাসেল মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাসেল মিয়া পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

রোববার (১৮ আগস্ট) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ. বি. এম. শামসুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

ডা. এ. বি. এম. শামসুজ্জামান সেলিম জানান, গত চারদিন ধরে রাসেল ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। রাজধানী ঢাকাতে থাকা অবস্থায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

রোববার (১৮ আগস্ট) তার অবস্থার অবনতি হলে বিকাল পৌনে ৩টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান রাসেল মিয়া।

পারিবারিক সূত্র জানায়, রাসেল ঢাকার একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন। তাঁর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাসেলসহ এ নিয়ে কিশোরগঞ্জের মোট সাতজন ডেঙ্গুতে প্রাণ হারালেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর