‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (৮ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আল আমিন প্রমুখ নেতৃত্ব দেন।
এছাড়া র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।